চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৩ প্রদান

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাজেলা শিল্পকলা একাডেমী শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে। সম্মাননা-২০১৩ প্রাপ্ত ব্যক্তিরা হলেন, যন্ত্রসংগীতে ওস্তাদ মো. মাহতাব উদ্দিন, যাত্রাশিল্পে শেখ নাজিম উদ্দিন আহমেদ, নাট্যশিল্পে মো. আলাউদ্দিন, সঙ্গীতশিল্পে মো. আব্দুস সালাম তারা এবং নৃত্যশিল্পে এসএম সেলিম। গতকালশুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় শ্রীমন্ত টাউন হলে সম্মাননা স্মারক স্বরূপ জেলা শিল্পকলা একাডেমীর উত্তরীয়, শিল্পকলার মনোগ্রাম খচিত একটি মডেল, একটি সার্টিফিকেট ও নগদ ১০হাজার টাকার চেক গুণীজনদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালেহ উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক হযরত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মুন্সি আবু সাইফের সম্পাদনায় সম্মাননা স্মারকপত্র সুহৃদ’র মোড়ক উন্মোচন করা হয়।

আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনঅতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহাবুব, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান মালিক টুল্লু, মরিয়ম শেলী, ফেরদৌস ওয়ারা সুন্না, ব্যাংকার নজির আহমেদ, মো. মনিরুজ্জামান, কাজল মাহামুদ প্রমুখ।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।