চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার

যে যে চেয়ারে আছি সেখান থেকেই যথাযথ দায়িত্ব পালন করতে হবে

 

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন, আমরা যে যে চেয়ারে আছি, সেখান থেকেই যথাযথ দায়িত্ব পালন করতে হবে। শুধু উন্নয়ন নয়, সামাজিক কর্মকাণ্ড করতে হবে। গ্রামীণ হতদরিদ্র মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে জেলা পরিষদ থেকে সুদবিহীন ঋণের ব্যবস্থা করতে হবে। সরকারের দিকে চেয়ে না থেকে নিজেরাও দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে হবে। এজন্য সকলকে ধার্যকৃত কর দিতে হবে।

গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ উপরোক্ত মন্তব্য করেন। চুয়াডাঙ্গা কোর্ট মসজিদের পেশ ইমাম আব্দুল ওহাবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রয়াত জেলা পরিষদ প্রশাসক মেজর (অব.) আলীউজ-জামানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসানের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশীদুল হাসান ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ওমর আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান, কেরুজ এমডি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জোহা পিপি, মুন্সি আলমগীর হান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমএম শাহজাহান মুকুল ও সাধারণ সম্পাদক শামীম রেজা ডালিমসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক প্রতিনিধি, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে মাহফুজুর রহমান মনজু বলেন, চুয়াডাঙ্গা একটি আর্থিকভাবে পিছিয়ে পড়া জেলা। এ জেলার উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতায় আধুনিক চুয়াডাঙ্গা জেলা বিনির্মাণ সহজ হবে। মতবিনিময় শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।