চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের চুয়াডাঙ্গায় আগমন : ফুলেল শুভেচ্ছা ছবিঃ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক চুয়াডাঙ্গায় আগমন করেছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে মাইক্রোবাসযোগে চুয়াডাঙ্গায় পৌঁছুলে চুয়াডাঙ্গা মামুন ফিলিং স্টেশনের নিকট তাকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানায় জেলা ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে, অনিক জোয়ার্দ্দার আমেরিকা থেকে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন। গতকাল শনিবার ঢাকা থেকে মাইক্রেবাসযোগে চুয়াডাঙ্গায় পৌঁছুলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ, যুগ্মসম্পাদক ইমরান হোসেন, সাহাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন টিটু, কলেজ ছাত্রলীগ সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফ রাসেল, মকলেছুর রহমান গুট্টু, ছাত্রলীগ নেতা পাভেল, রাসেল, আ. রহমান, তরিকুল, চঞ্চল, রিমন, রাজু, হিমেল, খালিদ, রেজুয়ান, রাজিব, বৃত্ত, সৈকতসহ জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, পৌর ও ওয়ার্ড ছাত্রলীগ কর্মীরা। পরে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে সাথে নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে নৌকা মিছিলে অংশগ্রহণ করা হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা ছাত্রলীগ কার্যালয়ে সহসভাপতি রুবায়েত বিন আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় অনিক জোয়ার্দ্দার সকল ভেদাভেদ ভুলে একযোগে নৌকা প্রতীকে ভোট প্রদান করে সোয়ালমান হক জোয়ার্দ্দারের হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *