চুয়াডাঙ্গা জেলার সরকারি উচ্চ বিদ্যালয় দুটিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রী ভর্তির সুযোগ না দেয়ায় প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ও ক্লাসিক মডেল একাডেমির অধ্যক্ষ মফিজুর রহমান জোর্য়াদ্দার জানান, ২৭ নভেম্বর তারিখে দৈনিক মাথাভাঙ্গার পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, ৩য় ও ৬ষ্ঠ শ্রেণিতে ২০১৬ শিক্ষাবর্ষে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় দুটিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। যেখানে ৬ষ্ঠ শ্রেণিতে কিন্ডার গার্টেন স্কুলের ছাত্রছাত্রীরা কোনো সুযোগ পাচ্ছে না। এ খবর জানার পর অত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কিন্ডার গার্টেন ঐক্য আন্দোলনের মহাসচিব রেজাউল হক জানান এটা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নয়। এটা চুয়াডাঙ্গা জেলার সরকারি স্কুলের ছাত্রছাত্রী ভর্তি কমিটির সিদ্ধান্ত। এ খবর জানার পর মফিজুর রহমান ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রধান শিক্ষক কমিটির সদস্য-সচিব নূর-ই-আলম মোর্শেদা বলেন, যেহেতু তৃতীয় শ্রেণিতে আমরা বেশি ভর্তি করায় তাই ৬ষ্ঠ শ্রেণিতে আসন কম। তাই কিন্ডার গার্টেন স্কুল গুলোর সুযোগ ৬ষ্ঠ শ্রেণিতে পাচ্ছে না। শুধু সরকারি স্কুলগুলোর ছাত্রছাত্রী দিয়ে ১০% কোটা পূরণ করা সম্ভব। বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক ৬ষ্ঠ শ্রেণিতে সুযোগ না দেয়ায় প্রতিবাদ জানায়।