চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা লেবেলক্রসিঙে মালবাহী ট্রেন

স্টাফ রিপোর্টার: মালবাহী ট্রেনটি সটান দাঁড়িয়ে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা লেবেলক্রসিঙে। গেটম্যান নেই। মাঝে কিছুদিন মৈত্রী এক্সপ্রেসের সময় বাঁশ দিয়ে গেট নামানো হলেও কিছুদিনের মাথায় লেবেলক্রসিঙের নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাটাও উঠে যায়। ফলে মাঝে মাঝেই এ লেবেলক্রসিঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। গতকালও এরকমই ঝুঁকির চিত্র ফুটে ওঠে। অবশ্য সে দুর্ঘটনা না ঘটলেও লেবেলক্রসিঙে মালবহন করা ট্রেনটি থেমে যাওয়ায় দীর্ঘ প্রায় এক ঘণ্টা সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটে। পরে খবর নিয়ে জানা যায়, দর্শনা আন্তর্জাতিক স্টেশন থেকে ঈশ্বরদীর উদ্দেশে রওনা হওয়া মালবাহী ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণের মাথায় লেবেলক্রসিঙের মাঝে ব্রেকে ত্রু টি দেখা দেয়ার কারণে থেমে যায়। মেরামত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। ততোক্ষণে লেবেল ক্রসিঙের দু প্রান্তে অসংখ্য বাস-ট্রাকসহ ছোট বড় বহু যানবহন আটকে পড়ে।