চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন : মনোনয়নপত্র সংগ্রহ পর্ব সম্পন্ন : আজ দাখিল

১৯টি পদের বিপরীতে ৩৯টি মনোনয়নপত্র বিক্রি : ভোটের লড়াইয়ে দুটি প্যানেল

 

স্টাফ রিপোর্টার: আগামী ২০ মার্চ চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। দ্বিবার্ষিক এ নির্বাচনের গতকাল মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। শেষ দিনে ১৪টি সাধারণ পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৮ জন। এছাড়া ৫টি সহযোগী পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন।

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সদস্যদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনকে সামনে রেখে কোনো কোনো প্রার্থী আগাম মাঠে নেমে পড়েছেন। তারা ভোটারদের কাছে দোয়া ও ভোট চাওয়া শুরু করে দিয়েছেন। গতবারের নির্বাচনে কোনো প্যানেল না হলেও এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। প্যানেলের বাইরেও থাকতে পারেন একাধিক প্রার্থী। এরকমই আভাস পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দুটি প্যানেলেই ভোটযুদ্ধ হতে যাচ্ছে এটা প্রায় চূড়ান্ত। প্যানেলের একটির নেতৃত্বে থাকছেন বর্তমান সভাপতি ইয়াকুব হোসেন মালিক ও অপরটির নেতৃত্বে থাকবেন সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু। একাধিকসূত্র বলেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৯ জনের মধ্যে বর্তমান সভাপতি ইয়াকুব হোসেন মালিকের প্যানেলে থাকছেন, শাহারিন হক মালিক, মঞ্জুরুল আলম মালিক লাজ, সালাউদ্দিন মো. মর্ত্তুজা, একেএম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, সেলিম আহমেদ, তাজুল ইসলাম তাজু, হারুন-অর রশিদ, এসএম তসলিম আরিফ বাবু, নীল রতন সাহা, কিশোর কুমার কুণ্ডু ও সামসুদ্দোহা মল্লিক হাসু এবং রাফিদ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। এছাড়া একই প্যানেলে সহযোগী পরিচালক পদে থাকছেন- নাসির আহাদ জোয়ার্দ্দার, জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বাদশা, এএনএম আরিফ, সুরেশ কুমার আগরওয়ালা ও কামরুল ইসলাম হিরা। অপরদিকে চেম্বারের সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তানজির আহমেদ রনি, আশাবুল হক মালিক লন্টু, আব্দুল মান্নান, হাবিবুর রহমান, জাহিদুল হাসান জোয়ার্দ্দার, সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, রাশেদুজ্জামান মালিক রাশেদ, নঈম হাসান জোয়ার্দ্দার, মকলেছুর রহমান, আবুল কালাম, দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার, সাইদুর রহমান ধন্দু ও হাবিল হোসেন জোয়ার্দ্দার। এছাড়া একই প্যানেলে সহযোগী পরিচালক পদে অংশ নিচ্ছেন- ইলিয়াছ হোসেন, আলমগীর কবির, শেখ আবু জাফর, ওহিদুল ইসলাম জোয়ার্দ্দার, মামুন-উর-রহমান সোহেল ও মাহবুল ইসলাম সেলিম।

জানা গেছে, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারিত আছে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছায়ের শেষ দিন আগামী বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি সোমবার। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ২০১৫-২০১৭’র প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, অ্যাড. মনিরুজ্জামান ও কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, অ্যাড. এমএম মনোয়ার হোসেন সুরুজ ও অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার। এছাড়া এবারের নির্বাচনে আপিল বোর্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাড. আকসিজুল ইসলাম রতন এবং সদস্য হিসেবে থাকছেন অ্যাড. বেলাল হোসেন ও অ্যাড. আবু তালেব বিশ্বাস।