চুয়াডাঙ্গা কানাপুকুর পাড়া মোড়ে পাঁচিলের সাথে আলু বোঝাই ট্রাকের ধাক্কা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কানাপুকুর পাড়া মোড়ে আলু বোঝাই একটি ট্রাক শম্ভুমিয়ার বাড়ির পাঁচিলে ধাক্কা মেরেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রাণহানি। বাড়ির ভাড়াটিয়ারা জানিয়েছেন, গত মঙ্গলবার রাত চারটার দিকে একটি আলু বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৫৪৯৪) পাঁচিলের সাথে ধাক্কা মারে। আচমকা শব্দে বাড়ির দেয়াল কেঁপে উঠলে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে দেখি প্রায় ১০০ ফুট মতো দেয়ালের পাঁচিল ভেঙে ট্রাকটি পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে সড়কের ধারে উল্টে যায়। ট্রাক হেলপার বলেন, গত মঙ্গলবার বিকেলে দিনাজপুর থেকে কাঁচা আলু ট্রাকে লোড দিয়ে চুয়াডাঙ্গা কাঁচা বাজারের আলম মিয়ার আড়তের উদ্দেশে চুয়াডাঙ্গায় ঢোকার মুখে দুর্ঘটনায় পতিত হয়। তবে স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন বলেন, ট্রাক ড্রাইভার নেশাগ্রস্ত ও ঘুমে আচ্ছন্ন থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তা না হলে মোড়ে যেমন গাড়ি ধীরে চালানোর কথা, তেমনি স্বভাবিক গতিতে নিয়ন্ত্রণ হারালে পাঁচিল ভেঙে বাড়িতে ধাক্কা মারার কথা না। এদিকে গতকাল বুধবার সকাল থেকে চেষ্টা করে উল্টে যাওয়া ট্রাকটি বিকেলে উদ্ধার করা হয়।