চুয়াডাঙ্গায় রাহেলা খাতুন গার্লস একাডেমিতে ডিজিটাল হাজিরার উদ্বোধনকালে জেলা প্রশাসক

 

ডিজিটাল হাজিরার মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রাহেলা খাতুন গার্লস একাডেমিতে ডিজিটাল হাজিরার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। ডিজিটাল হাজিরার মাধ্যমে অভিভাবকদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পৌঁছুবে। এতে অভিভাবকদের কাছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি নিশ্চিত হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে রাব্বি মুন্সী ফিট্টু, সদস্য রফিকুল ইসলাম বিট্টু, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আব্দুল ওহাব, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা প্রমুখ।

ডিজিটাল হাজিরার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অগ্রণী ভূমিকা থাকে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে ঠিকমতো আসছে কি-না এবং শিক্ষকরা ঠিকমতো পাঠদান করছেন কি-না? মাঝে মধ্যেই তা পর্যবেক্ষণ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন করতে আরও কী কী পদক্ষেপ নেয়া যায় তা অভিভাবক সমাবেশে তাদের মতামত লিপিবদ্ধ করতে হবে। জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, পরীক্ষায় ফলাফল ভালো করতে হলে নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। কোচিংমুখি না হয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে পাঠের জটিল বিষয়গুলো সমাধান করতে হবে। পরে পার্শ্ববর্তী মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।