চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচলিত : যেখানে সেখানে গবাদিপশু জবাই ও মাংস বিক্রির দায়ে ৬ কসাইয়ের জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের রাস্তাপাশে অনুমোদন ছাড়াই মাংস বিক্রি এবং যেখানে সেখানে পশু জবাই করে পরিবেশ দূষিত করার দায়ে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার ও ফারজানা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর কামরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গছে, চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্টরোডের ফরজ আলী ও শাবুল আলীকে গবাদি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা অনদায়ে দু মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া পৌর অনুমোদন ছাড়াই যেখানে সেখানে গরু জবাই ও মাংস বিক্রির অপরাধে স্টেশনরোডের ও কাঠপট্টির সামনের শুকলালকে ২ হাজার টাকা, হাসপাতাল সড়কের ছবির উদ্দীনকে ১ হাজার টাকা, আবুল কাশেমকে ১ হাজার টাকা ও মুকুল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। জরিমানার অর্থ সাথে সাথে আদায় হয়েছে। ফলে এসব কসাইয়ের কাউকেই শেষ পর্যন্ত কারাগারে যেতে হয়নি। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন নাজমুল হক।