চুয়াডাঙ্গায় ভারতীয় শাড়িসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভারতীয় শাড়িসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি করে ২৬৯ পিস শাড়ি উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের চালকসহ ৩ জনকে আটক করে পুলিশ। তাদেরকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গামুখী একটি প্রাইভেটকারের গতিরোধ করে। প্রাইভেটকার তল্লাশি করে ভেতরে থাকা কয়েকটি ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। পরে ব্যাগ খুলে ২৬৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। একই সাথে প্রাইভেটকারের চালকসহ ৩ জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে নেয়া হয়। আটককৃতরা হলো- দর্শনা পুরাতন পাড়ার একরামুল হকের ছেলে রেন্টু (৪০), কাদিপুর গ্রামের দৌলত আলীর ছেলে দরবেশ আলী (৩০) এবং প্রাইভেটকারচালক দর্শনা দক্ষিণ চাঁদপুরের রফিকুল ইসলামের ছেলে সাফায়েত হোসেন (২৫)। ঢাকা মেট্রো-গ-১১-২৫৪৫ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করে সদর থানায় দেয়া হয়েছে। তারা দর্শনার জয়নগর চেকপোস্ট থেকে ওই শাড়ি কুষ্টিয়ার পোড়াদহে নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় আটককৃত ৩ জনকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল জমা দেয়া হয়েছে।