চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা : প্রতিবাদসভায় বক্তারা

দেশের মানুষ আজ সরকারের দুঃশাসন ও অত্যাচারের কবলে জর্জরিত
মাথাভাঙ্গা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি গতকাল শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের হওয়ার সময় পুলিশি বাধায় পড়ে। পরে সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় অবৈধ সরকার ভীতসন্ত্রস্ত হয়ে আজ্ঞাবহ আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দেশের সর্বশ্রেণির মানুষ আজ সরকারের দুঃশাসন ও অত্যাচারের কবলে জর্জরিত। দেশে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে অবৈধ সরকার নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। জনগণের ন্যায়বিচার প্রাপ্তির শেষ আশ্রয়স্থল উচ্চ আদালত পর্যন্ত সরকারের রোষানল থেকে মুক্ত নয়। প্রধান বিচারপতিকে গৃহবন্দি করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে যার পরিণতি শুভ হবে না।
বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর থেকে সকল মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার না করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে বিএনপি প্রস্তুত। বক্তারা বলেন, চিকিৎসা শেষে অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে সরকারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন। হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট মামলায় ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী শক্তিকে বিচলিত করা যাবে না। জাতীয়তাবাদী শক্তি জনগণের শক্তি, এ শক্তিকে ধ্বংস করা যাবে না।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। গতকাল শনিবার বিকেলে শেখপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হওয়ার সময় পুলিশি বাধায় পড়ে প- হয়েছে। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, সদর উপজেলা বিএনপির সভাপতি শামিম রেজা ডালিম, সহসভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা বিএনপির নেতা রেজাউল করিম মুকুট, পৌর বিএনপির নেতা রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাসস মিল্টু, রবিউল মল্লিক, মকলেছুজ্জামান মকলেছ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, মঞ্জুরুল জাহিদ, মোমিনপুর ইউনিয়ণ বিএনপির সভাপতি শাহাদৎ মাস্টার, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির নসভাপতি প্রভাষক আতিয়ার রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন প্রমুখ।
জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুলিশের বাধার কারণে বিক্ষোভ মিছিল বের করতে না পারায় কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক খাদিল মাহমুদ মিল্টন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা বিএনপির নেতা আরশেদ আলী কালু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ইন্তাজ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান খান, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশিদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ সেলিম, পৌর যুবদল নেতা কাজল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাহবুব। পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জায়েদ মো. রাজিব খান।