চুয়াডাঙ্গায় বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে দুদু

বর্তমানে দেশে যে সরকার আছে তা সাংবিধানিকভাবে বৈধ নয়

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে দেশে যে সরকার আছে তা সাংবিধানিকভাবে বৈধ নয়। ঠিক তেমনিভাবে সংসদও বিনা ভোটের। এটাও সাংবিধানিকভাবে গ্রহণ যগ্য নয়। দেশে সংবিধান আছে কিন্তু গণতন্ত্র নেই। পার্লামেন্ট আছে কিন্তু মানুষের সমর্থন নেই। রক্তে কেনা স্বাধীনতা আজ অসহায়। এমন বাংলাদেশ এদেশের মানুষ চায়নি। তিনি গতকাল চুয়াডাঙ্গায় সদর থানা ও পৌর বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে এ কথা বলেন। শামসুজ্জামান দুদু আরও বলেন, যে দেশে ভোটাধিকার নেই, বিরোধী দলগুলো সংবিধানের বর্ণিত অধিকারগুলো ভোগ করতে পারে না, সভা সমাবেশ সরকারি দলের একচেটিয়া, সে দেশে সুস্থ পরিবেশ আছে এটা বলা যাবে না। বর্তমান সরকার এদেশের বারোটা বাজিয়ে দিয়েছে। এদেশের অর্থনীতি বলে কিছু নেই। গুম, খুন, নিখোঁজ হওয়া ওয়ান-টু’র ব্যাপার। এর থেকে বেরিয়ে আসতে হলে ভালো, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে হবে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা সদর থানা ও পৌর শাখার উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা বিএনপির কার্যালয়ে সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠিত হয়। আলচনাসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির সদস্য আলী হোসেন, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আবু জাফর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. মইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন, সহসভাপতি আইযুব মল্লিক, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজনু মণ্ডল, ৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান পিন্টু, যগ্ম আহ্বায় আক্তারুজ্জামান আক্তার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মুন্সী, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কালু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক আহ্বায়ক আহসান হাবিব মুক্তি, বকুল, সদর থানা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি, সাঈদ হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদত হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, সহসভপতি আইনাল হক, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল হক রুবেল, খোকন, হিরন, হাসমত, জয়নাল, জেলা যুবদল নেতা, আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, মখলেছুজ্জামান মখলেছ, মামুন রেজা সবুজ, তৌফিকুজ্জাম তৌফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার, সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা, যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ প্রমুখ।