চুয়াডাঙ্গায় প্রাইভেট টিউটর কেন্দ্র ও কোচিং সেন্টারে জেলা প্রশাসনের বিশেষ দল : অধিকাংশকেই করা হলো সতর্ক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন কোচিঙে ও শিক্ষকের প্রাইভেট টিউশন কেন্দ্রে অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসনের একটি টিম গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত অভিযান চালিয়ে বেশ ক’টি কোচিং ও নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর আসর জমানো শিক্ষককে ছেলে-মেয়েকে এক সাথে না পড়ানোর বিষয়ে সতর্ক করে দেয়া হয়।

বিদ্যালয় চলাকালে চুয়াডাঙ্গায় কোনো প্রকারের কোচিং চলবে না। নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবেন না। সন্ধ্যার পর অভিভাবকছাড়া কোনো স্কুলছাত্র-ছাত্রীর বাইরে থাকার সুযোগ দেয়া হবে না। এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নে তদারকিও করছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গতকাল বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত জেলা শহরের বেশ কটি কোচিং সেন্টারে উপস্থিত হয় বিশেষ দল। তবে কোনো কোচিঙের কর্তারই জরিমানা করা হয়নি। বারণ না মানা কোচিং ও বিদ্যালয়ের শিক্ষকদের অন্যায়ের মাত্রা বুঝে সতর্ক করা হয়েছে। একই অন্যায় পরবর্তীতে পেলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।