চুয়াডাঙ্গায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ছালেহ উদ্দীন, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উপস্থিত সকলের নিকট থেকে আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এ বিষয়ে মতামত নেন। এছাড়া নির্বাচনে কী ধরনের সমস্যা হতে পারে সকলের মতামতের ওপর ভিত্তি করে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *