চুয়াডাঙ্গায় তথ্যপ্রযুক্তিতে ৭ জনকে পুরস্কৃত করেছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার:সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য চুয়াডাঙ্গায় ৭ জনকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকেজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার হিসেবে থ্রি জি মোবাইলফোন ও ক্রেস্ট তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন, আলমডাঙ্গার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমান চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) আনজুমান আরা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম,সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান, বেগমপুর ইউনিয়ন পরিষদ সচিব আসাদুল হক মাসুদ এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের তিন উদ্যোক্তা হলেনসদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ওবায়দুর রহমান, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সালমা খাতুন ও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের গোলাম কিবরিয়া। এসময় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, যারা পুরস্কার পেয়েছেন তারা যেমন খুশি হবেন, তেমনি নতুন উদ্যোক্তরা আগামীতে উৎসাহিত হবে কাজের প্রতি।