চুয়াডাঙ্গায় কি এডিস মশা বংশ বিস্তার করছে?

অর্নার রক্ত পরীক্ষায় পাওয়া গেছে ডেঙ্গু
স্টাফ রির্পোটার: ভূল চিকিৎসায় শিক্ষক নেতা আব্দুস সালামের একমাত্র মেয়ে জারিন তাসনিম অর্নার মৃত্যু নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাব মিলতে শুরু করেছে। তার রক্ত পরীক্ষা করে পাওয়া গেছে ডেঙ্গু। যা এডিস মশার কারণেই হয়। তবে কি চুয়াডাঙ্গায় এখন এডিস মশার বংশ বিস্তার হচ্ছে? প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে।
অর্নার মৃত্যুর পর চিকিৎসকের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন ওঠে। অর্নার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়লেও কেন শুরুতে সঠিক চিকিৎসা দেয়া হলো না? এ প্রশ্ন এখন পরিবারের সদস্যদের অনেকের। গত বুধবার গলাব্যথাসহ জ্বর হয়। গতপরশু মঙ্গলবার বেলা সোয়া একটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অর্না মারা যায়। আজ বৃহস্পতিবার বাদ আছর তালতলায় নিজ বাড়িতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।
সালাম কাঁদতে কাঁদতে বলেছেন, ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে আমার আদরের মেয়ে মারা গেলো। আমি কি এমন অপরাধ করেছি যে আমার মেয়েটি এভাবে মারা যাবে। ডাক্তাররা যদি বলতো, তাহলে আমি মেয়েকে প্রথমেই ঢাকায় নিয়ে যেতাম। গলায় ব্যথা হলো। বুধবার থেকেই তো পরীক্ষা-নিরীক্ষা করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। প্রথমেই ডেঙ্গু ধরা পড়লেও কেন আমাকে ওই ডাক্তাররা ঢাকায় নেয়ার পরামর্শ না দিয়ে ভুল চিকিৎসায় মেয়েকে মেরে ফেললো?