চুয়াডাঙ্গায় কর্মরত সকল সাংবাদিকের মিলন মেলা : পূর্ণতা দিলেন শীর্ষ কর্মকতারা প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দীন সম্পাদক সরদার আল আমিন সমিতির সভাপতি হাসু ও সাধারণ সম্পাদক ডা. শাহার আলী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কর্মরত সকল সাংবাদিক এককাতারে দাঁড়িয়েছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও প্রেসক্লাব চুয়াডাঙ্গার যৌথ বিশেষ সাধারণ সভার মধ্যদিয়ে একীভূত হয়েছেন চুয়াডাঙ্গার সকল সাংবাদিক। যৌথসভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয়েছে নতুন কার্যকরী কমিটি। বিশেষ সাধারণ সভা শেষে আয়োজিত নৈশভোজে জেলার শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে নবীণ-প্রবীণ সাংবাদিকদের মিলন মেলা স্থাপন করেছে অনন্য উদাহরণ। যার স্বাক্ষী বিদায়ী বছরের বিদায়ী রাত।

চুয়াডাঙ্গার সকল সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন ঘটে গতকাল সন্ধ্যার পর জরুরি সাধারণ সভা। চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের এবং সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট দ্বিবার্ষিক নতুন কমিটি। ২০১৪-১৫ মেয়াদী দুটি সংগঠনের নতুন কমিটি গঠন পর্বও ছিলো উৎসব মুখর। দীর্ঘ কয়েক বছর ধরে পাশাপাশি থাকা যেন দু ভাইয়ের পৃথক হাড়ির ভাত একসাথে নেয়ার মতোই মায়ের আনন্দ। যে আন্দকে পূর্ণতা দিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রাশীদুল হাসান, পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, শিল্প ও বাণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাড. শামীম রেজা ডালিম, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এসএম ইস্রাফিল প্রমুখ। দাতা সদস্যদের মধ্যে অ্যাড. সেলিম উদ্দীন খান ও তৌহিদ হোসেনসহ অ্যাড. সোহরাব হোসেন, অ্যাড. হেদায়েতুল ইসলাম, অ্যাড. আশরফুল ইসলাম খোকন, অ্যাড. শহাজান, অ্যাড. আহসান, প্রেসক্লাবের সাবেক সদস্য অ্যাড. রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, দর্পণ সম্পাদক আনোয়ার হোসেন, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু. আমাদের সংবাদের বার্তা সম্পাদক সেলিম উদ্দীন প্রমুখ।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন, সাধারণ সম্পাদক বাংলা ভিশন প্রতিনিধি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন। অন্যান্য পদের মধ্যে সহসভাপতি খোঁজখবর সম্পাদক জেড আলম, সহসাধারণ সম্পাদক এটিএন বাংলা ও নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান, অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি বিপুল আশরাফ, দফতর সম্পাদক এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, প্রচার প্রকাশনা সম্পাদক দিনবদলের সম্পাদক রিচার্ড রহমান, ক্রীড়া সম্পাদক বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি রাজন রাশেদ। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে আমাদের সময় প্রতিনিধি নাসির উদ্দীন আহম্মেদ, বৈশাখী টিভি ও যায়যায়দিন প্রতিনিধি মরিয়ম শেলী, জনকণ্ঠ ও চ্যানেল আই প্রতিনিধি রাজীব হাসান কচি, প্রথম আলো ও এবিসি রেডিও প্রতিনিধি শাহ আলম সনি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জামান আখতার। সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নতুন কমিটিরতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম শরিফ উদ্দীন হাসু, সহসভাপতি এনটিভি ও দৈনিক মানবজবিন প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক খবর ও বর্তমানের প্রতিনিধি ডা. শাহার আলী, সহসাধারণ সম্পাদক সাপ্তাহিক চুয়াডাঙ্গা বার্তার সম্পাদক শেখ সেলিম, অর্থ সম্পাদক মহাফুজ মামুন, প্রচার প্রকাশনা সম্পাদক মাহমুদুল করিম খান সন্টু ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসলাম রকিব। সদস্য হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- নিউ নেশান ও দিনকাল প্রতিনিধি মিজানুল হক মিজান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, যুগান্তর প্রতিনিধি আব্দুল মজিদ জিল্লু, দেশ টিভি প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, সাংবাদিক এমএ মামুন, দি ডেইলি ইন্ডিপেনন্ডেন্ট প্রতিনিধি এমএম আলা উদ্দীন ও দৈনিক আমাদের সংবাদের প্রধান প্রতিবেদক আলমগীর কবির শিপলু।

গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে মাহাতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় বিশেষ বক্তা ছিলেন মানিক আকবর। তিনি গত প্রেসক্লাব চুয়াডাঙ্গার বিদায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই সংগঠনের সিদ্ধান্ত এবং চুয়াডাঙ্গার সকল সাংবাদিকের একীভূত হওয়ার স্বার্থে প্রেসক্লাব চুয়াডাঙ্গা বিলুপ্ত ঘোষণা করেন। বক্তব্য রাখেন প্রেসক্লাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক মরিয়ম শেলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য সচিবের পক্ষে রাজীব হাসান কচি প্রমুখ। গঠনতন্ত্র সংশোধন প্রশ্নে কয়েকজন সদস্য তাদের যুক্তি উপস্থাপন করে। যুক্তির ভিত্তিতেই তাদের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মূল পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা পরবর্তীতে মেয়াদে কার্যকরী কমিটির মূল পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এসব বিষয়ে সর্বম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুয়ায়ী যেসকল পদে একাধিক ব্যক্তির প্রস্তাবনা ছিলো তা নিরসনে দায়িত্বপ্রাপ্ত উভয়পক্ষের প্রতিনিধি দল বিশেষভাবে আলোচনা করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন।