চুয়াডাঙ্গায় ঈদুল ফিতর উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ঈদুল ফিতর উদযাপনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জাতীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করে নিজ বাড়িতে শুভেচ্ছা বিনিময় করবেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরও নিজ এলাকার সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন। তিনি এবারও তার নিজ গ্রাম রঘুনাথপুর ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারেন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ভি.জে স্কুল খেলার মাঠে (চাঁদমারী) ঈদের নামাজ আদায় করবেন। বৃষ্টি হলে টেনিস মাঠে। তিনিও নিজ বাসভবনে দিনভর ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার অবশ্য ঈদের ছুটি পেয়েছেন। তিনি নিজ বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জেই ঈদের নামাজ আদায় করবেন। নিজ বাড়িতে আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন তিনি। চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জাতীয় ঈদগায় নামাজ আদায় করবেন। নিজ বাড়িতেই সারা দিন এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম নিজ এলাকা তথা বুজরুকগড়গড়ি ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। মহিলা কলেজপাড়াস্থ নিজ বাড়িতেই দিনভর দলীয় নেতাকর্মীসহ দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।