চুয়াডাঙ্গায় ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত কামারপল্লি

স্টাফ রিপোর্টার: আসন্ন  পবিত্র ঈদুল আযহাকে  সামনে রেখে চুয়াডাঙ্গায় কামারপল্লি কর্মব্যস্ত হয়ে উঠেছে। দিন-রাত চলছে ছুরি, দা, বঁটি ইত্যাদি তৈরির  কাজ। অন্যদিকে পাটানীরা মশলা বাটার পাটায় ধার কাটছেন। তাদের এক মুহূর্ত অবসর নেই। কামাররা সাধারণত ছুরি, বঁটি, দা, কাটারিসহ বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন। এদের কাজ মূলত ঈদুল আযহার সময় বেশি হয়। এ সময় প্রায় বাড়িতেই পশু কোরবানি দিয়ে থাকেন। পর্যাপ্ত কসাই পাওয়া যায় না বলে অনেকেই বাড়িতে নিজেরা পশু ছাড়িয়ে থাকেন। এ সময় দরকার পড়ে মাংস কাটার দা ও ছুরির। আর সেগুলো তৈরি করেন কামাররা। তারা দেশীয় প্রযুক্তিতে লোহা আগুনে গরম করে পিটিয়ে তৈরি করেন দা, ছুরি প্রভূতি। অনেকে অর্ডার দিয়ে এসব তৈরি করান। কামাররা রেডিমেডও তৈরি করে রাখেন। ক্রেতারা তাদের পছন্দমত ছুরি, বঁটি, দা ক্রয় করেন। সারাবছর কামারদের যে কাজ হয় ঈদুল আযহার সময় তার কয়েকগুণ বেশি কাজ হয়। একজন কর্মকার সারাদিন কাজ করে দু তিনশ টাকা আয় করে থাকেন। যা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু ঈদুল আযহার সময় এই আয় বেড়ে যায় কয়েকগুণ। ফলে কামাররা এই সময়টার জন্য সারাবছর অপেক্ষায় থাকেন।

অন্যদিকে পাটানীরা মশলা বাটায় পাটা ধার কাটছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পাটায় ধার কাটেন। একটি পাটায় ধার কাটতে মজুরি পান ৪০ থেকে ৫০ টাকা। ফলে তাদের আয় বেড়ে যায় কয়েকগুণ। জেলায় অর্ধশত পাটানী  রয়েছেন যারা পাটায় ধার কেটে সংসার চালান।