চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার জানা দিবস পালন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার জানা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা গতকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার এনডিসি মোহাম্মদ মোকলেছুর রহমান ও জেলা তথ্য অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে গতকাল শনিবার শহরে ৱ্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। সকাল ন’টায় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি ৱ্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল। বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত, সাংবাদিক জেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।