চুয়াডাঙ্গায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে খুলনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে খুলনা থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস। গতকাল রোববার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের জয়েন্টের নাট-বোল্ট খুলে আপ-লাইনটি ঝুঁকির মুখে পড়ে। তবে রেলওয়ের খালাসী সিরাজ শেখ দ্রুত বিষয়টি স্টেশন মাস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করায় ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। রেলওয়ের প্রকৌশল শাখার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামতের উদ্যোগ নেন। পাশাপাশি বিকল্প ব্যবস্থাপনায় আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস, চিত্রা ও মহানন্দা মেইল তিনটি পার করা হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জমির উদ্দিন খান জানান, গতকাল রোববার ভোরে তিনি ট্রলিম্যান খয়ের আলীর কাছ থেকে জানতে পারেন, জয়েন্টের বোল্ট ছিঁড়ে গেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সাথে কয়েকটি ট্রেন পার করেছেন। ট্রেন চলাচলের জন্য জয়েন্ট সারানোর কাজে ১০ জন শ্রমিককে কাজে লাগানো হয় এবং সকাল ন’টার দিকে আপলাইনটি স্বাভাবিক হয়।