চুয়াডাঙ্গার হোগলডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বালিয়াকান্দি-হোগলডাঙ্গার মাঝামাঝি স্থান ব্রিজের নিকট সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি শেখপাড়ার লাল্টু শেখের তিন ছেলে লিংকন (২৫), অন্তর (২১) ও সরোজগঞ্জ হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র লাদেন (১৬) এবং পার্শ্ববর্তী গ্রাম হোগলডাঙ্গা মাদরাসাপাড়ার মৃত আজিবার মণ্ডলের দু ছেলে আলতাব হোসেন (৩৮), বরকত হোসেন (৩৫), মসজিদপাড়ার নিয়ামত আলীর ছেলে আলতাবের ভাগ্নে রুবেল (১৬)। গতকাল সন্ধ্যায় আহতাবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রাম সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ৫টার দিকে জেলা সদরের বালিয়াকান্দি গ্রামের লাল্টু শেখের ছোট ছেলে লাদেন গ্রামের একটি মাঠের পাশে বাগানের ভেতর ধুমপান করছিলো। পার্শ্ববর্তী গ্রামের বরকত হোসেন সেদিক দিয়ে যাওয়ার সময় লাদেনকে ধুমপান করতে নিষেধ করলে দুজনের মধ্যে তর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে বরকত হোসেন লাদেনের গালে থাপ্পর মারে। লাদেন বাড়ি ফিরে তার ভাইদের বললে তারা বরকতকে ধরার জন্য ছুটে যায়। লিংকন, অন্তর ও লাদেন তিনভাই মিলে দুই গ্রামের মাঝামাঝি স্থানে ব্রিজের নিকট বরকত হোসেনকে একা পেয়ে কিলঘুষি মারতে থাকে। খবর পেয়ে বরকতের ভাই আলতাব হোসেন তার ভাগ্নে রুবেলসহ গ্রামের ১০-১২ জন ঘটনাস্থলে ছুটে গিয়ে বাঁশ দিয়ে তাদেরকে মারতে থাকলে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। গ্রামবাসীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।