চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস আজ

 

 

স্টাফ রিপোর্টার: ৫ আগস্ট চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার ৮ জন বীর মুক্তিযোদ্ধা সম্মুখসমরে নিহত হন। এই ৮ শহীদের স্মৃতিসৌধ রয়েছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে।

১৯৭১ সালের ৫ আগস্ট মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মাঠে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। এতে শহীদ হন ৮ মুক্তিযোদ্ধা। এরা হলেন-চুয়াডাঙ্গার মোমিনপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে আবুল কাশেম, চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে আলাউল ইসলাম খোকন, আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের মৃত রহিম মণ্ডলের ছেলে কিয়ামুদ্দিন, আলমডাঙ্গার গোকুলখালী গ্রামের মৃত ইয়াকুব হোসেনের ছেলে হাসান জামান, আলমডাঙ্গার বটিয়াপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রওশন আলম, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের রমজান আলীর ছেলে আফাজ উদ্দিন ও কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার কাটদহ গ্রামের মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে খালেদ সাইফুদ্দিন আহমেদ তারিক।

৮ শহীদদের মধ্যে একমাত্র তারিককে দেয়া হয় বীর বিক্রম খেতাব। এই ৮ শহীদের লাশ পাকহানাদার বাহিনী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর মাঠে এনে দুটি গর্তে মাটি চাপা দেয়। ওই গণকবরের ওপরই এলজিইডি‘র তত্ত্বাবধানে ১৯৯৮ সালে ৫০ লাখ টাকা ব্যয়ে এক একর জমির ওপর নির্মিত হয় স্মৃতিসৌধ।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান জানান, প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালনের কর্মসূচি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন ও রাজনৈতিক দলসমূহ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে দিবসের কার্যক্রম শুরু হবে।

মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার জানান, মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এবার দিবসটি যথাযথভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই মোতাবেক সকাল সাড়ে ৯টায় আটকবর স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে নীরবতা পালন, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।