চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় পৃথক চারটি দুর্ঘটনা : ১১ জন আহত : একজনকে রাজশাহী রেফার্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৃথক চারটি স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ছয়জনকে। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়েছে পাঁচজনকে।

জানা গেছে, চুয়াডাঙ্গার হায়দারপুর তালবাগানমোড়ে অটোবাইক-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষ হয়ে সকাল ৯টায়। এ দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ইসলামপাড়ার মৃত মোবারক আলীর ছেলে অটোবাইক চালক শহিদুল ইসলাম গুরুতর আহত হন। বিকেলে ৩টায় চুয়াডাঙ্গার উকতো গ্রাম থেকে ফুটবল খেলা দেখতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা যাওয়ার পথে চুয়াডাঙ্গার পুলিশ লাইনের সামনে আলমসাধু উল্টে ৭ জন আহত হয়। আহতরা হলো মুকুল হোসেন, মিজানুর রহমান, গোলাম, মিন্টু, মোবা, খোকা ও শুকুর আলী। এর মধ্যে মুকুল ও মিজানুরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার পদ্মবিলার গোপিনাথপুর গ্রামে নয়নের শিশুকন্যা সুরভী রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের খেজুরতলায় মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষ হয় গতকাল সন্ধ্যা ৬টায়। এতে ভুলটিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আশিক ও মজিদ আলীর ছেলে মাজিদুল আহত হন। আশিককে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে সূত্র জানায়।