চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ শৈলগাড়ি সড়কের উপর ব্যারিকেড দিয়ে ২ ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইলফোন ছিনতাই

স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গা শৈলগাড়ির জোড়াদাহ খাল নামকস্থানে মোটরসাইকেলের দু’আরোহীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ছিনতাইকারীরা তাদের দুজনকে বেঁধে ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়। রাত ২টার দিকে নিজেরাই নিজেদের হাত পায়ের বাঁধন খুলে বাড়িতে ফিরে এসে পরিবার ও স্থানীয়দের জানায়। রাতেই স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা মোটরসাইকেলটি উদ্বার করে। ছিনতাইয়ের কবলে পড়া মোমিনপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে নীলমণিগঞ্জ বাজারের হোটেল ব্যবসায়ী ওমর আলী ও পার্শ্ববর্তী গড়গড়ি গ্রামের টেংরা আলীর ছেলে সোহেল জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে শৈলগাড়ি গ্রামের জিয়ারুলের কাছে মিষ্টি তৈরির ছানার অর্ডার দিতে যায়। রাত ১১টার দিকে ফেরার পথে সড়কের উপর ধনচে গাছের বোঝা ফেলে ১০-১২ জনের সংঘবদ্ধ ছিনতাই চক্র তাদের গতিরোধ করে, দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কাছে থাকা মোটরসাইকেলসহ নগদ ৪ হাজার ৭শ’ টাকা ও দুটি স্মার্টফোন ছিনতাই করে লুঙ্গী ছিড়ে হাত পা বেঁধে ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে রাখে। রাত ২টার দিকে কৌশলে নিজেরাই নিজেদের বাঁধন খুলে বাড়ি ফিরে আসে বলে জানান ওমর ও সোহেল। রাতে বাড়ি ফিরে ঘটনাটি তাদের পরিবার ও স্থানীয়দের জানালে গ্রামবাসী লাঠি সোটা নিয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এ বিষয়ে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নিপুল ঘটনার সত্যতা স্বীকার করে তদন্তপূর্বক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।