চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ বাজারে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড- করেছেন ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে অর্থদ- করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সচিত্র রঞ্জন দাস। নীলমণিগঞ্জ বাজারের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হাসেনকে ১ হাজার ৫শ টাকা এবং মৃত ইদ্রিস আলীর ছেলে ওমর ফারুককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদালতে পরিশোধ করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী ইন্সপেক্টর গোলাম ফারুক ও সঙ্গীয় পুলিশ ফোর্স ।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, নীলমণিগঞ্জ বাজারের মকবুল হোসেনের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ওজনে কম দেয়া ও অপরিচ্ছন্ন্ থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারা মতে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। একই বাজারের ওমর ফারুকের দোকানে মূল্য তালিকা না টাঙানো ও অপরিচ্ছন্ন থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধার মতে ১ হাজার টাকা জরিমানা করা হয়।