চুয়াডাঙ্গার দোস্তবাজারে চিত্রা নদীর জমি দখল করে লিজ : ব্রীজের মুখে পাকা ঘর নির্মাণ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের দোস্ত বাজারে চিত্রা নদীর সরকারি জমি দখল করে লিজ দেয়া হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছেন, লিজগ্রহিতা চিত্রা নদীর ব্রিজের মুখে পাকাঘর নির্মাণ করছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারী পাড়ার আফিজ উদ্দিনের ছেলে আব্দুল করিম দোস্তবাজারের পার্শ্ববর্তী চিত্রা নদীর ওপরে ব্রিজের সামনে নিজ জমির সাথে সরকারি কিছু জমি দীর্ঘদিন থেকে দখল করে রয়েছে। সম্প্রতি করিম ব্রিজের মুখের দকলকৃত জমি মোটা অঙ্কের টাকায় লিজ দেয় একই গ্রামের আজগর আলীর ছেলে হাশেম আলীর নিকট। হাশেম আলী ব্রিজের মুখে লিজ নেয়া ওই জমিতে ঢালাই দিয়ে পাকাঘর নির্মাণ করছেন। প্রথমে বেগমপুর ভূমি অফিস থেকে বাধা দেয়া হলে নির্মাণকাজ কিছুদিন বন্ধ থাকে। গতকাল শনিবার পিলারের ওপর ছাদ ঢালাই দেয়া হয়েছে। ব্রিজের মুখের সরকারি জায়গা দখল করে লিজ প্রদান এবং পাকাঘর নির্মাণের ফলে বর্ষা মরসুমে পানি চলাচলের পথে বাধা সৃষ্টি হবে। এরই মধ্যে ব্রিজের নিচের অংশ ভেঙে পড়তে শুরু করেছে। দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণের করা দরকার। এ বিষয়ে করিম বলেন, ব্রিজের মুখের জায়গা আমার তাই লিজ দিয়েছি। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এ দাবি জানিয়েছে এলাকাবাসী।