চুয়াডাঙ্গার দোস্তগ্রামে এমপি টগরের নির্বাচনী ব্যানার পোড়ালো দুর্বৃত্তরা

দর্শনা অফিস: আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচন আজ বাদে কাল। এ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ.লীগ তথা মহাজোট মনোনীত প্রার্থী এমপি আলী আজগার টগর। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকা ভরে গেছে পোস্টার ও ব্যানারে ব্যানারে। শুরু থেকেই এ নির্বাচনের বিরোধীতা করছে বিএনপি-জামায়াত। ফলে তারা অংশ নিচ্ছে না দশম জাতীয় সংসদ নির্বাচনে। গত পরশু বৃহস্পতিবার গভীররাতে দর্শনা-হিজলগাড়ি সড়কের দোস্তগ্রাম রহিম খার বাড়ির সামনে ঝুলানো এমপি আলী আজগার টগরের ছবি ও নৌকা প্রতীক সংবলিত ব্যানার খুলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ব্যানার পোড়ানোর পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিজলগাড়ি পুলিশ। এ ঘটনায় পুলিশ ব্যানার পোড়ানোর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেছে, গ্রামের বিরোধীদলের আব্দুল মান্নানের ছেলে জামিনুল, বুরহান উদ্দিনের ছেলে রাশিদুল ও পির মোহাম্মদের ছেলে ইউসুফ এ ব্যানার পুড়াতে পারে। এ বিষয়ে বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ বলেন, ব্যানার পোড়ানোর ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।