চিনি মিলের সাবেক ডিজিএম আলমডাঙ্গা কৃষ্ণপুরের হাজি মোতাহার বিশ্বাসের ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: চিনি মিলের সাবেক ডিজিএম আলমডাঙ্গা কৃষ্ণপুরের কৃতী ব্যক্তিত্ব হাজি মোতাহার হোসেন বিশ্বাস আর নেই। গতকাল সকাল ৮টায় ঢাকা মিরপুরের ন্যাশনাল হার্টফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। হাজি মোতাহার হোসেন বেশ কিছুদিন হার্টের সমস্যাজনিত রোগে ভুগছিলেন। গতরাত সাড়ে ৮টায় নিজগ্রামে তার দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের মেজ ছেলে হাজি মোতাহার হোসেন বিশ্বাস (৬৮) সুগার মিলের একজন কর্মকর্তা ছিলেন। ২০০৫ খ্রিস্টাব্দে কুষ্টিয়া জগতী চিনি মিলের ডিজিএম থাকা অবস্থায় তিনি অবসর গ্রহণ করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা হাসপাতালপাড়ায় বাড়ি করে তিনি বসবাস শুরু করেন। গত ১০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার করা হয় ঢাকা মিরপুরের ন্যাশনাল ফাউন্ডেশন হাসপাতালে। সেখানে হার্টে অস্ত্রোপচার করা হলেও শেষমেশ আর সুস্থ হয়ে উঠতে পারলেন না। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর তার নিজগ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গতকালই সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে পৌঁছে। সেখানে বাদ এশা পারিবারিক গোরস্তানে হাজি মোতাহার হোসেন বিশ্বাসের লাশ দাফন সম্পন্ন হয়।। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।