চিনির শুল্ক ভুল করে ছাপা

 

স্টাফ রিপোর্টার: এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে চিনি আমদানির ওপর শুল্ক আরোপের প্রস্তাব ভুল করে ছাপা হয়েছে। গতকাল শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মুহিতের বাজেট বক্তৃতায় চিনির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে কিছু না থাকলেও মুদ্রিত বক্তৃতার শেষে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনির আমদানি শুল্ক ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা বলা হয়।

এ শুল্কহার আগামী ১ অগাস্ট থেকে কার্যকর হবে বলে সারণীতে উল্লেখ করা হয়। এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এনবিআর চেয়ারম্যানের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, এটা কি করে হলো? এ সময়  নজিবুর রহমান বলেন, এটা ভুলবশত এসেছে। আগামীকাল রোববার সংসদ সচিবালয়ে সংশোধনী দেয়ার মাধ্যমে এর সুরাহা করা হবে।