চিনিকলের প্রকৌশলী ও রাসায়নিকবিদদের প্রশিক্ষণের উদ্বোধনকালে করপোরেশনের চেয়ারম্যান

 

প্রশিক্ষ কর্মদক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করে

দর্শনা অফিস: কেরুজসহ দেশের ছয়টি চিনিকলের প্রকৌশলী ও রসায়নিকবিদদের চার দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মাহমুদ উল হক ভূইয়া। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ছয়টি চিনিকলের ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে মাহমুদ-উল হক ভূইয়া বলেন, কোনো বিষয়ে নিরুপণভাবে জানতে হলে, শিখতে হবে। বৈদিক শিক্ষার পাশাপাশি বাড়তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ নেয়া খুবই জরুরি। প্রশিক্ষণ একদিকে যেমন বৃদ্ধি করে কর্মদক্ষতা অন্যদিকে নিজের শ্রেষ্ঠত্ব অর্জনে রাখে সহায়ক ভূমিকা। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সুদর্শন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন- করপোরেশনের পরিচালক (উৎপাদন ও পরিকল্পনা) আবুল কাশেম, প্রধান রাসায়নিকবিদ কামরুল হাসান মামুন, পাঁচটি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের মধ্যে ছিলেন- ফরিদপুরের কমল কান্তি রায়, মোবরকগঞ্জের দেলোয়ার হুসাইন, কুষ্টিয়ার আজিজুর রহমান, জয়পুরহাটের আব্দুস সালাম, রেইন উইকের রফিকুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন- কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক (কারখানা) ইউসুফ আলী শিকদার, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) সুরেশ চন্দ্র ভট্টাচার্য, মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, মহাব্যবস্থাপক (প্রসাশন) আব্দুল কাইয়ুম ও  মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে কেরুজ চিনিকল বাংলোতে বৃক্ষরোপণ করেন। পরে কর্মকর্তারা আকন্দবাড়িয়ায় নির্মাণাধীন জৈব সার কারখানা পরিদর্শন করেছেন।