চাঁপাই সীমান্তে রাতের আঁধারেভারতীয়দের সীমানা পিলার নির্মাণ

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে রাতেরআঁধারে সীমানা পিলার নির্মাণ করেছে ভারতীয় দুর্বৃত্তরা। তবে বিজিবির তীব্রপ্রতিবাদের মুখে ঘটনার একদিন পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেইসীমানা পিলারটি অপসারণ করেছে। এছাড়া বাংলাদেশ সীমান্তের এপারে ভারতীয়অনুপ্রবেশকারীদের অবৈধভাবে কৃষকদের জমির ফসল কেটে নেয়ার ঘটনায় বিজিবির সাথেএক পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। গতকাল শনিবার ৩৭ বর্ডার গার্ডব্যাটালিয়ন রাজশাহীর অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান এসব তথ্য জানান।

তিনিআরও জানান, গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের বকচর বিওপির টহল দল দেখতে পায়শূন্য লাইনের (নোম্যানসল্যান্ড) ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কংক্রিটেরসীমানা পিলার নির্মাণ করা হয়েছে। পরে বিষয়টি জানতে পেরে সাথে সাথে বিএসএফরামনগর ক্যাম্পের কমান্ডারকে অবহিত করা হয়। একই সাথে এ ঘটনারপরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। এরপর গতশুক্রবার দুপুরে বিএসএফ ভারতের রামনগর ক্যাম্পের অধিনায়ক ও সহকারীকমান্ড্যান্ট শ্রী রিতেশ উপস্থিত হয়ে ওই সীমানা পিলারটি অপসারণ করেন।স্থানীয়দেরবরাত দিয়ে রাজশাহী বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের ভূখ- অবৈধভাবে ভোগদখলকরার লক্ষ্যে স্থানীয় ভারতীয় নাগরিকরা গোপনে সীমানা পিলারটি নির্মাণকরেছিলো। এদিকে ভারতীয় দুর্বৃত্তরা বাংলদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদেরফসল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নরাজশাহীর অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকালেবিজিবি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোস্ট থেকেড় এককিলোমিটার অভ্যন্তরে (পিলার ৩৪/৪-এস) সুতারমুখ নামক স্থানে বাংলাদেশি কৃষকআব্দুস সালামের ১৫ শতাংশ জমির তিল তুলে নিয়ে গেছে ভারতীয়রা। এ বিষয়ে জমিরমালিক চাঁপাইনবাবগঞ্জের বকচর গ্রামের আব্দুস সালাম সংশ্লিষ্ট বিওপিতেঅভিযোগ করেছেন।

বিজিবি জানায়, কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকরামনগর বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। এতেবিএসএফ সাড়া দিলে শনিবার বকচর পোস্ট কমান্ডার এবং রামনগর বিএসএফ ক্যাম্পকমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ভারতীয় নাগরিককর্তৃক বাংলাদেশি কৃষকের জমির তিল কাটার ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।একইসাথে তিল ফেরত দেয়ার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলেবিজিবি পোস্ট কমান্ডারকে আশ্বাস দেন।