চলে গেলেন পণ্ডিত রামকানাই দাশ

স্টাফ রিপোর্টার: একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশমারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর মেট্রোপলিটনহাসপাতালে তার মৃত্যু হয়।মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২৭ আগস্ট মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।রামকানাই দাশের ছেলে পিনু দাশ তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পণ্ডিতরামকানাই দাশকে ২০১৩ সালে মেরিল-প্রথম আলোর পক্ষ থেকে আজীবন সম্মাননাজানানো হয়। তিনি পুরাতনী বাংলা গান নিয়ে অনেক দিন যাবত কাজ করছেন।পুরোতন বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রাখেনতিনি। দেশে ও দেশের বাইরে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে।