চলন্ত মালগাড়ি থেকে লাফিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যুশয্যায়

ঈশ্বরর্দীর হাডিঞ্জ ব্রিজে ঈদের ডিউটি শেষে দর্শনায় ফেরার সময় বিপত্তি

 

স্টাফ রিপোর্টার: চলন্ত মালগাড়ি থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গুরুতর জখম হয়েছেন রেলওয়ের নিরাপত্তাকর্মী আরাফাত হোসেন (২৬)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা হল্ট স্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে। লাফ দিয়ে নামতে গিয়ে মালগাড়িতে কাটা পড়ার দৃশ্য দেখে তার অপর দু সহকর্মী আর মৃত্যু ঝুঁকি নেননি। ফলে তাদের নিয়েই মালগাড়িটি ছুটে যায় যশোর অভিমুখে।

জানা গেছে, নড়াইল লোহাগড়ার চরকোটা খোলের খন্দকার মনিরুজ্জামানের ছেলে আরাফাত হোসেন দর্শনা রেলইয়ার্ডের নিরাপত্তাকর্মী। তিনিসহ তার ৫ সহকর্মীকে গত ঈদের ডিউটি হিসেবে পাবনা ঈশ্বরর্দীর হাডিঞ্জ ব্রিজের ডিউটি দেয়া হয়। সেখান থেকে গতকাল দর্শনা ফিরছিলেন ৫ জন। নিম্নগামী মালগাড়িযোগে দর্শনায় পৌঁছুলেও গাড়ি থামছে না দেখে একে একে তিনজন লাফ দেয়। আরাফাতের ডান পা ট্রেনে কাটা পড়ে। দৃশ্য দেখে অপর দুজন মালগাড়ি থেকে না নেমে চলতে থাকে।

স্থানীয়দের সহযোগিতায় আরাফাতে হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতকালই ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টসূত্র জানিয়েছে।