ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় পাইলিন

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পাইলিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে কিছুটা পশ্চিমে অগ্রসর হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ১৫০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়ার বেগে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, মংলাবন্দর ও কক্সবাজার সমুদ্রবন্দরের আওতাভুক্ত এলাকাগুলোয় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগর ও  তত্সংলগ্ন গভীর সাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এটি ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় পাইলিনের প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর গতকাল শুক্রবার খুবই উত্তাল ছিলো। এক সপ্তা ধরে বরগুনাসহ উপকূলে থেমে থেমে প্রবল বর্ষণ হলেও সকাল থেকে ভাপসা গরম ও গুমোট আবহাওয়া বিরাজ করছে।