গ্রেফতারের জন্যই আটকে রাখা হয়েছে

স্টাফ রিপোর্টার: একতরফা নির্বাচন বর্জনে অনড় এরশাদ বিশেষ বার্তা পাঠিয়েছেন। জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ। গ্রেফতারের জন্য তাকে আটকে রাখা হয়েছে। বার্তায় এরশাদ জাতীয় পার্টির সব নেতাকর্মীকে ধৈর্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন।

এরশাদ বলেন, আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসেবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তার নিজের এবং এটি তার নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে। পার্টির শৃঙ্খলাবিরোধী যে কোনো কাজের জন্য আমি যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমার কাছ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববির মাধ্যমে আমি গণমাধ্যমকে আমার বক্তব্য জানাবো। অন্য কারও বক্তব্য, বিবৃতি এবং প্রচারণায় আপনারা বিভ্রান্ত হবেন না। এরশাদ বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না। এ জন্য ইতোমধ্যেই আমাদের দলের প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে গতকাল এরশাদের সাথে সম্মিলিত সামরিক হাসপাতালে সাক্ষাৎ করেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও কাজী ফিরোজ রশীদ। সাক্ষাৎ শেষে তারা এরশাদের অনড় অবস্থানের কথা জানান। তিনি বলেছেন, নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না। প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল আছে। এখনও যারা করেননি সবাইকে প্রত্যাহার করতে বলা হয়েছে। আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। মহাসচিবও প্রত্যাহার করতে পাঠিয়েছেন। বিকেলে দলের এক জরুরি প্রতিবাদসভা শেষে অপর এক সংবাদ সম্মেলন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাফ জানিয়ে দেন, এরশাদ জীবিত থাকতে বিকল্প কোনো নেতৃত্ব চেয়ারম্যান হবেন না। এরশাদ চেয়ারম্যান আছেন থাকবেন, কোনো বিভ্রান্তিতে কান দেবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *