গুম-অপহরণে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি :আমরা ক্ষুব্ধ স্তম্ভিত

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে গুম-অপহরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেশের বিশিষ্ট নাগরিকরাবলেছেন, এ ঘটনায় আমরা স্তম্ভিত, ক্ষুব্ধবিভিন্ন অপহরণের ঘটনা তদন্ত, অপহূত ব্যক্তিদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা প্রয়োগকারীবাহিনীর ব্যর্থতা বর্তমান সঙ্কটজনক পরিস্থিতির জন্ম দিয়েছে বলে বিবৃতিতেউল্লেখ করা হয়

গতকাল শুক্রবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীনইউসুফ পাঠানো এ বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জে পৌর করপোরেশনের প্যানেলমেয়র কমিশনার নজরুল ইসলাম ও তার পাঁচ সহযোগী এবং আইনজীবী চন্দন সরকার ওতার চালককে প্রকাশ্য দিবালোকে অপহরণ ও পরে নির্মমভাবে হত্যা করে লাশশীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়ার ঘটনায় আমরা স্তম্ভিত ও ক্ষুব্ধ বোধ করছিবিবৃতিদাতাদেরমধ্যে রয়েছেন অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপকআনিসুজ্জামান, অধ্যাপক অজয় রায়, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ডা.সারওয়ার আলী, রামেন্দু মজুমদার, মফিদুল হক, আতাউর রহমান, মামুনুর রশীদ ওনাসির উদ্দীন ইউসুফ

বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় লুটেরা দুর্বৃত্তঅপরাধীচক্র এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠী তাদের অশুভপরিকল্পনা বাস্তবায়নের সুযোগ লাভ করছেবিবৃতিদাতারা উদার অসাম্প্রদায়িকগণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাংলাদেশের অভিযাত্রা বিপথগামীকরার জন্য প্রকাশ্য-অপ্রকাশ্য যেসব ষড়যন্ত্র হচ্ছে তা কঠোর হাতে দমন করারওদাবি জানান

উল্লেখ্য, গত রববার নজরুল ও চন্দন সরকার ছাড়াও অপহহন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতিতাজুল ইসলাম, নারায়ণগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মনিরুজ্জামানস্বপন ও লিটন, চন্দনের গাড়িচালক মো. ইব্রাহিম এবং নজরুলের গাড়িচালক মো.জাহাঙ্গীরতিনদিন পর গত বুধবার শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাঁধা ছয়টি লাশভেসে ওঠেপরের দিন বৃহস্পতিবার আরেকটি লাশ উদ্ধার করা হয়