গাজায় হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন

 

ঝিনাইদহ অফিস: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের মেন বাসস্ট্যান্ডে শিহরণ সাংস্কৃতিক পরিষদ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। গাজায় চলমান হামলার অবসান এবং ফিলিস্তিনির স্বাধীনতা দাবি করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনির সমর্থনে নানা স্লোগান দেন। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাও. মুফতি মনিরুল ইসলাম, নাইমুল হক, রুহুল আমিন ও আবদুল জলিল।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েলি হামলায় গাজায় অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলার পর বিশ্বের ক্ষমতাধর দেশ ও নেতাদের নীরব ভূমিকার সমালোচনাও করা হয় মানববন্ধন থেকে। একইসাথে এ অমানবিক হত্যাকাণ্ড বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে গাজায় মানবিক সাহায্য পাঠানোরও আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।