গাছের সাথে করিমনের ধাক্কা : চালক গ্রাম পুলিশ ইয়াদুল নিহত

 

জীবননগর ব্যুরো: যাত্রী বোঝাই করিমন নিয়ে কাঠ ভর্তি আলমসাধুকে ওভারটেক করতে গিয়ে কাঠের সাথে ধাক্কা লেগে করিমনচালক গ্রাম পুলিশ ইয়াদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে জীবননগর উপজেলার হাসাদাহ-রায়পুর সড়কের কাটাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বালিহুদা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের ইয়াদুল একজন গ্রাম পুলিশ। তিনি রায়পুর ইউনিয়ন পরিষদে কর্মরত। সংসারে স্বচ্ছলতা আনতে ইয়াদুল গ্রাম পুলিশ পেশার পাশাপাশি অবসর সময়ে করিমন চালাতো। গতকাল বেলা ১১টা দিকে যাত্রী নিয়ে হাসাদহে আসছিলো। কাটাপোল নামক স্থানে এসে সে কাঠভর্তি একটি আলমসাধুকে ওভারটেক করতে যায়। এ সময় কাঠের ধাক্কায় করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে গিয়ে মারে। দুর্ঘটনায় ইয়াদুল মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হতে চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। এক ছেলে ও এক মেয়ের জনক ইয়াদুলকে গতকালই বিকেলে জানাজা শেষে দাফন করা হয়েছে।