গাংনী উপজেলা নির্বাচন : আ.লীগের প্রার্থী চূড়ান্ত করতে নেতা ও প্রার্থীদের ঢাকায় তলব

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। তবে একক প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে আওয়ামী লীগের দু পক্ষের নেতৃবৃন্দ ও প্রার্থীদের ঢাকায় তলব করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল সংসদ প্লাজায় আজ শনিবার সকালে তাদের সাথে বৈঠক করবেন। সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক এমএ খালেক পক্ষ থেকে সাহিদুজ্জামান খোকন ও সংসদ সদস্য মকবুল হোসেন পক্ষের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল শাহ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মকুবল হোসেন পক্ষের আহসান উল্লাহ মোহান ও খোকন-খালেক পক্ষের আবুল কালাম এবং একমাত্র প্রার্থী হিসেবে মকবুল হোসেন পক্ষের সেলিনা মমতাজ কাকলী মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই মকবুল হোসেন পক্ষের তিন চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের দোয়া ও সমর্থন পাওয়ার লক্ষ্যে দৌড়ঝাপ, লবিং ও আলোচনা করে যাচ্ছেন। মকলেছুর রহমান মুকুলকে একক প্রার্থী করা হচ্ছে বলে গত কয়েকদিন থেকেই গুঞ্জন চলছে। বিভিন্ন এলাকা থেকে মুকুলের পক্ষেই বেশি আওয়াজ তুলেছেন নেতাকর্মীরা। তবে অপর দু প্রার্থী ওয়াসিম সাজ্জাদ লিখন ও শহিদুল শাহের কথাও শোনা যাচ্ছে। মকবুল হোসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলাপ করে যাচ্ছেন। তবে প্রার্থী চূড়ান্ত নিয়ে সতর্কতার সাথেই এ কাজটি সম্পন্ন করা হবে বলে জানালেন মকবুল হোসেন পক্ষের কয়েকজন। এদিকে বিএম মোজাম্মেলের আহবানে দু পক্ষের নেতৃবৃন্দ ও প্রার্থীরা গতরাতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। দলীয় নেতাকর্মীরা ওই সভার দিকেই তাকিয়ে আছেন।