গাংনী উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের তিন প্রার্থী জয়ী

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন। চেয়ারম্যান পদে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুরাদ আলী ১৯ হাজার ৩৪, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের শুরা সদস্য মোস্তাফিজুর রহমান সংগ্রাম ১৪ হাজার ১৯২ ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলাদলের সভাপতি লাইলা আরজুমান বানু ১৫ হাজার ৫৯২ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।

মুরাদ আলী (আনারস) ৭৭ হাজার ৬৭৭ ভোট ও প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল (দোয়াত-কলম) পেয়েছেন ৫৮ হাজার ৬৪৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান সংগ্রাম (টিউবওয়েল) ৭৪ হাজার ১৬৮ এবং প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের বন  ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন (চশমা) ৫৯ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাইলা আরজুমান বানু (ফুটবল) ৭২ হাজার ৯৮৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সেলিনা মমতাজ কাকলী (হাঁস) ৫৭ হাজার ৩৯৩ (বর্তমান ভাইস চেয়ারম্যান) এবং বিএনপির বিদ্রোহী নুরুন্নাহার আক্তার (কলস) পেয়েছেন ৫ হাজার ৬২০ ভোট। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়া আওয়ামী লীগের ওয়াসিম সাজ্জাদ লিখন (মোটরসাইকেল) ৭০৭ ও ভাইস চেয়ারম্যান পদে আবুল কালাম (তালা) পেয়েছেন ৯৮৭ ভোট পেয়েছেন। বিজয়ী তিন প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ।