গাংনীর ষোলটাকা ইউপির উপনির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র উত্তোলন

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল সোমবার পর্যন্ত ৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এদের মধ্যে মনিরুজ্জামান মনি রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেঙ্গাড়া গ্রামের আল হেলাল, মিনাপাড়ার আয়ুব আলী ও আনোয়ার হোসেন পাশা, শিমুলতলার আকছেদ আলী ও মানিকদিয়া গ্রামের মনিরুজ্জামান মনি মনোয়নপত্র উত্তোলন করেছেন। এদের মধ্যে মনিরুজ্জামান মনি রোববার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে তফশিল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় অনানুষ্ঠানিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে বিএনপি ইতোমধ্যে একক প্রার্থী ঘোষণা করেছে। ষোলটাকা ইউপির প্রয়াত চেয়ারম্যান সাবদাল হোসেন কালুর ছেলে মনিরুজ্জামান মনিকে একক প্রার্থী নির্বাচন করে তার পক্ষে প্রচারণা ও ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেনসহ নেতৃবৃন্দ। বিএনপি নেতা আল হেলাল মনোনয়নপত্র উত্তোলন করলেও তা কৌশলগত নাকি নির্বাচনী যুদ্ধে গড়াবে তা এখনো স্পৃষ্ট নয়।

অপরদিকে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত হয়নি। আয়ুব আলী, আনোয়ার হোসেন পাশা ও আকছেদ আলী এখনো মনোনয়নপত্র দাখিল করেননি। আজ তিনজনই দাখিল করবেন বলে আভাস মিলেছে। দলীয় একক প্রার্থী চূড়ান্ত করতে বিভিন্ন প্রক্রিয়া চলছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে।

ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মানিকদিয়া গ্রামের সাবদাল হোসেন কালু গত ৯ ফেব্রুয়ারি হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। শূন্য পদে উপনির্বাচনের লক্ষ্যে গত ২৭ আগস্ট তফশিল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন।