গাংনীর জোড়পুকুরিয়া বাজারে গরুবোঝাই ট্রলি উল্টে ৫ জন আহত

গাংনী প্রতিনিধি: গরুবোঝাই একটি ট্রলি উল্টে চালকসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর গাংনীর জোড়পুকুরিয়া বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের ট্রলিচালক আনারুল ওরফে আলিমুদ্দিন (৩৫), গরুব্যবসায়ী নওশাদ আলী (৩০), ইনামুল হক (৪২), শাহজাহান আলী (৩৪) ও আতিয়ার রহমান (৪৫)।

আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, গরুব্যবসায়ীরা কসবা গ্রাম থেকে একটি ট্রলিতে গরু নিয়ে বামন্দী হাটে যাচ্ছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক হয়ে জোড়পুকুরিয়া বাজারে পৌঁছুলে হঠাত ট্রলির ইঞ্জিন খুলে যায়। এতে ট্রলিটি রাস্তর ওপরে উল্টে যায়। রক্তাক্ত জখম হন গরুব্যবসায়ীরা। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিজিবির একটি গাড়িতে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতদের মধ্যে নওশাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা বিধান চন্দ্র ঘোষ।