গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে ৬টি বাড়িতে ডাকাতি

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের চোখতোলা মাঠপাড়ার ৬টি বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা, সোনার গয়নাসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।

ভুক্তভোগীসূত্রে জানা গেছে, মধ্যরাতে একদল সশস্ত্র ডাকাত দল ওই পাড়ায় প্রবেশ করে। বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে শুরু হয় লুটপাট। আফেল উদ্দীনের বাড়ি থেকে কানের দুল, মোবাইলফোন ও নগদ টাকা, দিদার হোসেনের বাড়ি থেকে ১টি মোবাইলফোন, লালান মিয়ার বাড়ি থেকে ১টি মোবাইলফোন ও ১টি ছাগল, কালাম হোসেনের বাড়ি থেকে এক জোড়া হাঁস, নগদ টাকা, ১টি মোবাইলফোন ও টর্চ লাইট, সামসুল ইসলামের বাড়ি থেকে ১৭ হাজার টাকা ও সোনারগয়না এবং নাসির উদ্দীনের বাড়ি থেকে ২টি মোবাইলফোন এবং ১টি টর্চ লাইট নিয়ে পালিয়ে যায়। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে অবস্থিত এ বাড়িগুলো জোড়পুকুরিয়া গ্রাম থেকে কিছু দূরে অবস্থিত। একারণে প্রতিবেশীদের কারো সহযোগিতা পাওয়া যায়নি বলে জানান ভুক্তভোগীরা। অতিদরিদ্র এ পরিবারের প্রায় সব জিনিসপত্র লুটে নেয়ায় পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছেন। ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।