গাংনীর জোড়পুকুরিয়ায় ছাত্রছাত্রীদের মানববন্ধন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী ও পরিচালনা পর্যদের সভাপতি ফজলুল হক বিশ্বাসসহ সদস্যদের নামে দায়েরকৃত হত্যামামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপি জোড়পুকুরিয়া বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা লিখিত অভিযোগে জানিয়েছে, গত ২১ জুলাই রাতে জোড়পুকুরিয়া গ্রামের লাবলু হোসেনকে অজ্ঞাতনামা আততায়ীরা হত্যা করে। বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজন প্রধান শিক্ষক হাসান আল নুরানী, পরিচালনা পর্যদের সভাপতি ফজলুল হক বিশ্বাস ও বিদ্যুতসাহী সদস্য এনায়েত উল্লাহ হকের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের খুঁজে বের করার পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের অব্যহতির দাবি জানানো হয়। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খাতুন, জোড়পুকুরিয়া বাজার কমিটির সম্পাদক আব্দুর রশিদ, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, জোতি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল ওয়াদুদ টুকু, সান রাইজ প্রি-ক্যাডেটের অধ্যক্ষ আসম সামসুল আলম, মাল্টিমিডিয়া প্রি-ক্যাডেটের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ। ছাত্রছাত্রী ছাড়াও স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।