গাংনীর চিৎলায় আনারুল ইটভাটায় চাঁদার দাবিতে বোমা হামলা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বিভিন্ন স্থানের ইটভাটা মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। সন্ত্রাসীরা মোবাইলফোনে চাঁদা দাবি করে অতিষ্ঠ করে তুলেছে ইটভাটা মালিকদের। কেউ চাঁদা দিয়ে রক্ষা পাচ্ছেন আবার চাঁদা না দিলে ভাটা শ্রমিকদের মারধর কিংবা বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাঁশবাড়িয়া-চিৎলা সড়কের পাশে অবস্থিত আনারুল ইসলামের ইটভাটার কাছে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ফাঁকা স্থানে বোমাটি বিস্ফোরিত হওয়ায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে জীবন আতঙ্কে পালিয়ে গেছেন ইটভাটার শ্রমিকরা। দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলে ধারণা করছেন ভাটামালিক।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *