গাংনীতে ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গাংনী প্রতিনিধি: সোনালী ব্যাংক গাংনী উপজেলা শাখা কার্যালয়ের পাশে এক নারীর কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনতাই করে গণপিটুনির শিকার হয়েছে শাহজান আলী (৩৫) নামের অভিযুক্ত ছিনতাইকারী। গতকাল সোমবার দুপুরের দিকে তাকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

স্থানীয়সূত্রে জানা গেছে, সবেদা খাতুন নামের এক নারী সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দুপুরে ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। শাহজাহান ও তার এক সঙ্গী ছবেদার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে ধরে উত্তমমধ্যম দেয়। পালিয়ে যায় আরেক ছিনতাইকারী। এক পর্যায়ে গাংনী পৌরমেয়র আহম্মেদ আলীর কাছে নিয়ে যায়। শাহজাহানকে গাংনী থানা পুলিশে সোপর্দ করেন পৌরমেয়র। তবে শাহজানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সে থানা কাস্টডিতে রয়েছে বলে জানান গাংনী থানার এএসআই আক্তার হোসেন। শাহজাহান আলী পাবনার বেড়া উপজেলার শুম্ভপুর গ্রামের শহিদ তুষ্ট শেখের ছেলে।