গাংনীতে এমপি আমজাদ হোসেনসহ বিএনপি-জামায়াতের ১৩শ নেতা-কর্মীর নামে মামলা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গত রোববার গাংনী শহরে বিক্ষোভের সময় ককটেল বিস্ফোরণ, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ তুলে মামলাটি দায়ের করা হয়েছে। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর বাদী হয়ে রোববার রাতে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা কৃষকদলের সভাপতি গাড়াডোব গ্রামের আখেরুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির নাজমুল হুদা ও উপজেলা আমির রবিউলসহ ৩৫ জনের নাম রয়েছে। অজ্ঞাত আরো ১২-১৩শ জনকে আসামি করা হয়েছে।

এদিকে রোববার দিনের বিভিন্ন সময় বিএনপিকর্মী সমর্থক চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- পশ্চিম মালসাদহ গ্রামের জিয়াউর রহমান (৩২), শিশিরপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), চৌগাছা গ্রামের আজিজুল হক (৪৫) ও নওপাড়া গ্রামের আব্দুল জলিল (৫৫)। গতকাল এ চারজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।