গাংনীতে আলগামন উল্টে কাপড় ব্যবসায়ীর মর্মান্তিক মুত্যু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে আলগামন উল্টে কাপড়ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর গো-হাট থেকে কাপড় বিক্রি করে সঙ্গীয় ব্যবসায়ীদের সাথে মটমুড়া গ্রামের আব্দুস সাত্তারের শ্যালোইঞ্জিনচালিত আলগামনযোগে বাড়ি ফিরছিলেন বাওট গ্রামের মাওলানা ফজলুল হকের ছেলে আলিমুল ইসলাম (২৭)। মটমুড়া গ্রামের অপর ব্যবসায়ী ফরিদ হোসেন শখের বশে সাত্তারের কাছ থেকে যানটি নিয়ে চালাতে থাকেন। এতেই ঘটে বিপত্তি। গাংনীর পশ্চিম মালসাদহ ব্র্যাক অফিসের সামনে পৌঁছুলে অপর একটি আলগামনের সাথে ফরিদের পাল্লাপাল্লি শুরু হয়। দ্রুতগতিতে চালাতে গিয়ে দুটি আলগামনের সংঘর্ষ হয়। চালক ফরিদ নিয়ন্ত্রণ হারিয়ে আলগামনটি নিয়ে রাস্তার ওপরেই উল্টে পড়ে। চালক ও ৪ যাত্রী যানটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলিমুল ইসলাম। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আহতরা হলো- মটমুড়া গ্রামের ফরিদ হোসেন (২২), সাত্তার (২৯), বাওট গ্রামের সোহান হোসেন (১৫) ও শামীম রেজা (২৮)। রাতেই নিহত আলিমুলের লাশ নেয়া হয় তার বাড়িতে। পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া চলছিলো বলে নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে।