গাঁজাসেবনের অপরাধে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের ওরশ অনুষ্ঠানে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসেবন করার সময় জীবননগর ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতিসহ ১০জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে গতকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামের একটি মাঠের ভেতর তরিকাপন্থি সাধক মন্টু ফকিরের আস্তানায় ওরশকে ঘিরে সেখানে মাদকাসক্তদের ভিড় জমে। এ খবর পাওয়ার পর গত সোমবার গভীর রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে গাঁজাসেবন করার অপরাধে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জীবননগর ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি জীবননগর পৌর শহরের রাজনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান, কুষ্টিয়ার থানাপাড়ার হেলাল উদ্দিনের ছেলে আহমদ মেহেদী, ঝিনাইদহের পাগলা কানাইপাড়ার আব্দুল হাইয়ের ছেলে তানভিন খান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের সামসুল পাগল, ঝিনাইহের কালীগঞ্জ উপজেলার বলদিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিলন মোল্লা, আড়পাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে সেলিম, জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের সুখদেবের ছেলে তাপস বিশ^াস, একই গ্রামের জয়নাল ম-লের ছেলে টোটন মিয়া, কাশিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুর রশিদ, বাঁকা ব্রিকস ফিল্ডপাড়ার আনোয়ার হোসেনের ছেলে কাজল মিয়া।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, মাদকব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছে। জীবননগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।